Blue Ocean Strategy versus Red Ocean Strategy
বিবিএ, এমবিএ’তে যারা পড়েছেন বা মার্কেটিং ফিল্ডে যারা কাজ করেন, তাঁদের কাছে Blue Ocean, Red Ocean অনেক পরিচিত টার্ম। মূলত মার্কেটে কম্পিটিশন আছে কিনা, সেই কম্পিটিশন কিভাবে ওভারকাম করতে হবে, অথবা কম্পিটিশন নেই বা কম, কিন্তু মার্কেট ডিমান্ড আছে এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস আনলে স্ট্র্যাটেজি কেমন হবে, এগুলোই এই টার্মগুলোর আলোচ্য বিষয়।