Bangladeshi YouTube Channels that I Follow Regularly
বাংলাদেশে আমরা প্রচুর ইউটিউব দেখি সবাই। বাট মাঝে মাঝে আমি এমন সব চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবারস আর ভিউস দেখি যে নিজেই অবাক হয়ে যাই। তাই ভাবলাম আমার প্রিয় কিছু ইউটিউব চ্যানেল শেয়ার করি সবার সাথে যেগুলো বাংলাদেশি প্লাস অনেক কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে।
এখানে আমি মোট ১৫ টা বাংলাদেশি ইউটিউব চ্যানেল শেয়ার করবো যেগুলোকে আমি ৩ টা ক্যাটাগরিতে ভাগ করেছি-
১। Entertainment
২। Food and Travel
৩। Business and Knowledge
Entertainment
এই ছেলেকে আমি প্রথম দেখি আমার ফেসবুকে আসা টেন মিনিট স্কুলের একটা স্পন্সরড এডে। নিজের কোর্সের বিজ্ঞাপন যে এত মজা করা দিতে পারে তা দেখে অবাক হইসিলাম। স্পেশালি বাংলাদেশের মানুষের হিউমার সেন্স অনেক কম। সেখানে অন্তিকের ভিডিওগুলো অনেক হিউম্যারাস মনে হয় আমার। আগামীতে অন্তিকের এনিমেশন স্টুডিও থেকে অনেক কোয়ালিটিফুল কাজ আসবে আশা করছি।
ফিল্মমেকার রাহাত রহমান ২০১০ সালে এই ইউটিউব চ্যানেল লঞ্চ করেন। এই চ্যানেল মূলত জনপ্রিয়তা লাভ করে ‘সিনেমাল’ নামের রম্য ফিল্ম রিভিউ এর সিরিজ করার পরে। “টিম পসিবল” নামে একটা ওয়েব সিরিজ বানিয়ে অনেক পরিচিতি পায় এই চ্যানেল। নিয়মিত ভিডিও পাওয়া যায় না এখানে এটা একটা সমস্যা। হয়ত নিয়ম করে ক্রিয়েটিভ কাজ করা যায় না বলেই।
রাকিব নামের এক ছেলে এই চ্যানেলের পিছনে। এরে আমি প্রথম দেখি ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে যেখানে সে নিজেই নিজের বিয়ের ভিডিও রোস্ট করে। তারপরে তাঁর ইউটিউব চ্যানেলে এসে মনে হইসে যে এই লোকটা আরও অনেক বেশি জনপ্রিয়তা ডিজার্ভ করে। মুভির এবং নাটকের ক্লিপ্স কেটে কেটে জোড়া দিয়ে স্টোরি টেলিং এর ব্যাপারটা বেশ মজাই লাগে আমার।
Food and Travel
নাট্য অভিনেতা আদনান ফারুক হিল্লোলের ফুড রিভিউ চ্যানেল। বাংলাদেশের বেশিরভাগ ফুড রিভিউয়ার যখন আজাইরা নাচানাচিতে ব্যাস্ত, তখন এই চ্যানেলে দেশ এবং দেশের বাইরের নানান জায়গার জনপ্রিয় সব খাবার অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করছে।
মাঝখানে একবার রান্না শেখার ক্যারা উঠার পরে এই চ্যানেলে সাবস্কাইব করি। বাংলাদেশেও যে আন্তর্জাতিক মানের রেসিপি ভিডিও তৈরি হতে পারে, এই চ্যানেল না দেখলে কেউ বুঝবেনই না।
সহজে মজাদার রান্না শেখার জন্যই মূলত এই চ্যানেলে আসা আমার। ছেলে মেয়ে সবারই বেসিক রান্না করতে পারা উচিত। এটা খুব দরকারি একটা লাইফ স্কিল। তাঁর জন্য এই চ্যানেলটা খুবই উপকারি মনে হয় আমার।
আরেকটা ফুড রিভিউ চ্যানেল। এখানে খালেদ সাইফুল্লাহ নামে যিনি রিভিউ করেন, ফুড সম্পর্কে তাঁর থেকে বেশি জ্ঞান রাখে এমন কোনো ফুড রিভিউয়ার বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না।
আমেরিকান ট্র্যাভেল ইউটিউবার ড্রিউ বিন্সকির ভিডিউ দেখে ভাবতাম আহা আমিও যদি এমন দেশ বিদেশ ঘুরে ভিডিও করতে পারতাম। পরে দেখি আমাদের দেশেরই একজন আছেন এই কাজ করেন। নাদিরের ডেডিকেশন লেভেল অন্য রকম। কারণ তিনি একই ভিডিও ২ বার রেকর্ড করেন বাংলা ও ইংরেজিতে। অনেক হাম্বল এই মানুষটার প্রেজেন্টশনও অনেক সুন্দর।
Business and Knowledge
বাংলাদেশে যে বিজনেস কেস স্টাডি টাইপ চ্যানেল আছে জানা ছিলো না। অনেক তথ্যবহুল এই চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা ফিনান্স, বিজনেস, স্টারটাপ, রিটেইল ইন্ডাস্ট্রির ব্যাপারে জানতে আগ্রহী।
বুয়েটের এই টিচার এই চ্যানেলের কাজ বলেছেন ইন্টেলেকচুয়াল এন্টারটেইনমেন্ট প্রোভাইড করা। মূলত স্ক্যাম ১৯৯২ ওয়েব সিরিজের ব্যাখ্যামুলক ভিডিও তৈরি করেই উনি বেশি আলোচনায় আসেন। প্রতিটা ভিডিওর পিছনে ভালো হোমওয়ার্ক করেন।
জার্মানিতে উচ্চশিক্ষারত এক মেয়ের জার্মানিতে উচ্চশিক্ষা, এখানকার জীবনধারা, বই, মুভি, ভ্রমণ এবং এমন আরো অনেক হাবিজাবি বিষয়ের গল্প বলার ইউটিউব চ্যানেল হচ্ছে এটা। আমি মূলত এই চ্যানেলে বিভিন্ন বইএর শর্ট সামারি সহজ ভাষায় জানার জন্য ফলো করি।
বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং কমিউনিটিতে সবচেয়ে পরিচিত নামগুলোর একটা হলো খালিদ ফারহান। আয়ারল্যান্ড প্রবাসী এই লোকের এই ইউটিউব চ্যানেল আমি ফলো করি মূলত ডিজিটাল দুনিয়ার বিভিন্ন আপডেট পেতে প্লাস সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রানবন্ত আলোচনার জন্য।
জিওগ্রাফি এবং হিস্টোরি নিয়ে যারা জানতে আগ্রহী তাঁরা এই চ্যানেলটা ফলো করতে পারেন। এই চ্যানেলের ছেলেটা আবার এনায়েত চৌধুরির সাথেও তাঁর চ্যানেলে রিসার্চ এর কাজ করেন।
মার্কেটিং এবং বিজনেস রিলেটেড খুব কোয়ালিটি কাজ করছেন এই লোক। বিভিন্ন বিজনেস এর লোকজনের সাথে উনার পডকাস্টগুলোও অনেকে ইনসাইটফুল হয়।
পঞ্জি স্কিমের উপর একটা ভিডিও দেখে প্রথম এই চ্যানেলে আসি আমি। তারপর থেকে এই চ্যানেলের কন্টেন্টে একপ্রকার মুগ্ধ বলা যায়। এত ভার্সেটাইল সব টপিক নিয়ে উনারা বাংলায় যে কন্টেন্ট বানান, তা সত্যিই প্রশংসনীয়।